মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার শ্রমিকের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য ৭ হাজার ৯৬৪ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। এ সময় ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে গত শুক্রবার উদ্ধার হওয়া বাংলাদেশি নারীর মৃতদেহ উদ্ধারের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনকে বিস্তারিত তথ্য জানাতে নির্দেশনার কথা জানান মুখপাত্র।
মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, গত বছর ৫ ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইলের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। সেখানে ২০২৪ সালের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ক্রমে তাদের নেওয়ার জন্য দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন। জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের ৩১ ডিসেম্বর ও চলতি বছরের ১৪ জানুয়ারি দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৭ হাজারের বেশি শ্রমিকদের তালিকা মালয়েশিয়ার স্টেকহোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে ৭ হাজার ৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে। যাদের প্রথম ধাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। কী প্রক্রিয়ায় শ্রমিকরা মালয়েশিয়া যাবেন জানতে চাইলে রফিকুল আলম বলেন, এটা জয়েন্ট টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে। তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। রফিকুল আলম বলেন, বেঙ্গালুরুতে যে ঘটনা ঘটেছে তার বিষয়ে সংশ্লিষ্ট মিশনের কাছে জানতে চাইতে বলা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য পেলে আমরা এটা জানতে পারব। আমাদের মিশনকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্তে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে, যেটা আমাদের ক্ষেত্রেও হচ্ছে। যখন এই সীমান্ত সমস্যা হবে, সীমান্ত ব্যবস্থাপনার যে মেকানিজম আছে এগুলোর মধ্য দিয়ে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং করব। তিনি বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক আশা করে বা প্রত্যাশা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকা সায়মা ওয়াজেদ পুতুলের কানাডায় নাগরিকত্ব বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কোনো কর্মে নিযুক্ত হওয়া যায় না। এটা সাধারণ একটি প্রক্রিয়া। এর ব্যত্যয় কোথায় হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো খতিয়ে দেখবে।