আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশের ৯৫.৫০ শতাংশ তরুণ। সেই সঙ্গে দেশের তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা বাড়ছে। বর্তমানে প্রায় ৫২ শতাংশ তরুণ উদ্যোক্তা হতে চায়। আর দেশের ২১.৮ শতাংশ তরুণ বিদেশে স্থায়ী হতে চায়। তবে দেশের ইতিবাচক পরিবর্তন হলে প্রায় ৮৫.৮ শতাংশ তরুণই আবার দেশে ফিরে আসতে চায়। এ ছাড়া ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিক্ষার অবাধ পরিবেশ বজায় রাখার অন্তরায় বলে মনে করছেন ৭১ শতাংশ তরুণ। গতকাল প্রকাশিত ‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুব সমাজের অবস্থান, ভাবনা ও প্রত্যাশা জানতে সরাসরি ও অনলাইনের মাধ্যমে জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। গতকাল মহাখালীর কার্যালয়ে জরিপের ফলাফল উপাস্থাপন করেন রিসার্চ ম্যানেজার আবুল খায়ের সজীব। বক্তব্য দেন নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ, ডেপুটি ম্যানেজার আহসান হাবিব প্রমুখ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোট ১ হাজার ৫৭৫ জন সরাসরি ও অনলাইনে ১ হাজার ৬৬৩ জন তরুণ জরিপে অংশ নেয়। জরিপে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন, তথ্য ও দৃষ্টিভঙ্গি এবং দেশান্তর বিষয়ে তরুণদের মতামত জানতে চাওয়া হয়। এতে অংশ নিয়ে বিগত সরকারের আমলের চেয়ে বর্তমানে পাবলিক প্ল্যাটফরমে তরুণরা নিজেদের মতামত প্রকাশে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। সরাসরি ৭৩ দশমিক ৬০ শতাংশ তরুণ এবং অনলাইনে ৮১ দশমিক ৫০ শতাংশ এ মতামত জানিয়েছেন। প্রতিবেদনে দেখা গেছে, জরিপে সরাসরি অংশ নিয়ে ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সের ৯৫.৫০ শতাংশ তরুণ আগামী নির্বাচনে ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। অনলাইনে এ হার ৯৫.৭০ শতাংশ। সরাসরি জরিপে ৫২.৫ শতাংশ তরুণ আর অনলাইনে ৫১.৫০ শতাংশ তরুণ উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।
তরুণদের বিদেশমুখী প্রবণতার তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, সরাসরি জরিপে অংশ নেওয়া দেশের ২১.৮ শতাংশ তরুণ বিদেশে স্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। অনলাইন জরিপের ক্ষেত্রে এ হার ৪৭.৮ শতাংশ। তবে সরাসরি ও অনলাইন জরিপে যথাক্রমে ৮৫.৮ শতাংশ ও ৮২.৯ শতাংশ তরুণ ইতিবাচক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে দেশে ফেরার আগ্রহ ব্যক্ত করেন। এদিকে, সরাসরি জরিপে অংশগ্রহণকারী তরুণদের ৪১ দশমিক ৪০ শতাংশ আর অনলাইনে ৫০.৯০ শতাংশ তরুণ বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্তত ১-৩ বছর দায়িত্বে থাকা উচিত বলে মতামত দিয়েছেন। দেশে শান্তিশৃঙ্খলা বিরাজ করছে কি না এ ব্যাপারে নিশ্চিত নন সরাসরি অংশ নেওয়া ২০.৯০ শতাংশ আর অনলাইনে ৫৪.৪০ শতাংশ তরুণ। সরাসরি জরিপে ২৫.৩০ শতাংশ আর অনলাইনে ৭০ শতাংশ তরুণ মনে করেন দেশে বর্তমানে নারীরা নিরাপদ বোধ করতে পারছেন না। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিক্ষার অবাধ পরিবেশ বজায় রাখার অন্তরায় বলেও জরিপের প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, সরাসরি ও অনলাইন জরিপে অংশ নিয়ে যথাক্রমে ৭১ শতাংশ ও ৮৬.৪০ শতাংশ তরুণ এ মতামত দিয়েছেন। সেই সঙ্গে সরাসরি জরিপে ৭৭.৪০ শতাংশ তরুণ দেশের শিক্ষাব্যবস্থা চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়ক বলে মতামত দিলেও অনলাইন জরিপের ৭৯.৩ শতাংশ এ মতামতের বিপক্ষে। এ ছাড়া সরাসরি ও অনলাইন জরিপে যথাক্রমে ৭৫.১০ শতাংশ ও ৬৪.৮০ শতাংশ তরুণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিজেদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছেন।