রাজধানীর বাড্ডায় সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। প্রতিবেদনে আয়ানের মা-বাবাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। দেশের সব অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক বন্ধ করতেও সুপারিশ করেছে কমিটি। শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। রিটকারী আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম সাংবাদিকদের জানান, প্রতিবেদনটির ওপর শুনানির জন্য আদালত মঙ্গলবার দিন ধার্য করেছেন। তদন্ত কমিটি তাদের সুপারিশে উল্লেখ করেছে, শিশু আয়ানের মৃত্যুর জন্য দায়ী হওয়ায় ক্ষতিপূরণ দিতে হবে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালকে। ক্ষতিপূরণের একটি অংশ পাবে আয়ানের বাবা-মা। বাকি অংশ দিয়ে অসহায় শিশু ও কিশোর/কিশোরীদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করতে সুপারিশ করেছেন কমিটির সদস্যরা।
এ ছাড়া অনুমোদনহীন চিকিৎসা কর্মকান্ড পরিচালনার দায়ে হাসপাতালটির বিরুদ্ধে এবং শিশু আয়ানের চিকিৎসা প্রক্রিয়ায় জড়িত চিকিৎসক তাসনুভা মাহজাবীন ও অ্যানেসথেসিওলজিস্ট সৈয়দ সাব্বির আহম্মদের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সুন্নতে খতনা করানোর জন্য আয়ানকে সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। খতনা শেষ হওয়ার পর আয়ানের জ্ঞান না ফেরায় তাকে সেখান থেকে পাঠানো হয় গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে। সেখানে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়। এর সাত দিন পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।