সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক ও সাহিত্যাঙ্গনে নানামুখী সমালোচনার কারণে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ প্রাপ্তদের তালিকা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ কমিটির এক সভায় গতকাল শনিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেয় বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করার পর রাজনৈতিক, সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন থেকে বেশ কয়েকজনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উত্থাপিত হয়।
উত্থাপিত অভিযোগের অনুসন্ধান শেষে আগামী তিন কার্যদিবসের মধ্যে নতুন তালিকা প্রকাশ করা হবে।
গতকাল রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ।