আগামী ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত হবে অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্স। এতে যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কনফারেন্সের ফাঁকে তাঁদের বৈঠক হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হবে। এটি হবে অষ্টম কনফারেন্স। সেখানে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিচ্ছেন। কনফারেন্সের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসতে পারেন। উভয় পক্ষ এ বৈঠকের প্রস্তুতি নিতে কার্যক্রম চালাচ্ছে। সূত্র জানায়, তৌহিদ-জয়শঙ্করের বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে সীমান্ত পরিস্থিতি, ভিসা, তিস্তা ইস্যু, গঙ্গা চুক্তি নবায়নসহ দুই দেশের চলমান বিভিন্ন ইস্যু আলোচনায় আসতে পারে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রথম বৈঠক করেছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করে গেছেন।