নেত্রকোনা পৌর শহরের পশ্চিম সাতপাই এলাকায় ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। স্বামী রফিকুল ইসলামের অকালমৃত্যুর পর মাত্র তিন ঘণ্টার ব্যবধানে স্ত্রী রিনা পারভীনও মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজস্ব ফিশারিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রফিকুল ইসলাম। এ সময় সঙ্গে থাকা দুই শ্রমিক তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রফিকুল ইসলাম স্থানীয় নূরুল ইসলাম মাস্টারের ছেলে।
এদিকে রাত সাড়ে ১০টায় লাশ পশ্চিম সাতপাই এলাকারনিজ বাড়িতে নিয়ে এলে শোকাহত স্ত্রী রিনা পারভীন (৪৮) অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে রিনা পারভীনেরও মৃত্যু হয়। এমন ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ দম্পতি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
গতকাল দুপুরে স্বামী স্ত্রী দুজনকে নেত্রকোনা শহরের সাতপাই পৌর কবস্থানে দাফন করা হয়।