ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষাসফরের বাস দুর্ঘটনার কবলে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সকাল ৭টায় মহাসড়কের মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আট শিক্ষার্থী কমবেশি আহত হয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মো. জিয়াউদ্দিন জানান, মিঠাছাড়া বাজার এলাকায় কলেজ শিক্ষার্থীদের বাসটি একজন মানসিক প্রতিবন্ধীকে বাঁচাতে গিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয় বের করার চেষ্টা চলছে। এ সময় বাসে থাকা অন্তত আট শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষার্থীদের নিয়ে দুটি বাসে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে প্রথমে রাঙামাটি ও পরে কক্সবাজার যাওয়ার উদ্দেশে রওনা দেয়। গতকাল সকালে বাসটি মিঠাছাড়ায় পৌঁছালে একজন মানসিক প্রতিবন্ধী আচমকা সড়কের মাঝে চলে এলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের বাইরে ছিটকে পড়ে।