ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েকে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্টকে বিদায় দেওয়ার পর ভেবেছিলাম দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আর কোনো লুটপাট হবে না। কেউ ধর্ষিতা হবে না। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে। কিন্তু কি দেখলাম? দখলদারি, চাঁদাবাজি বন্ধ হয়নি। চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। ঘুষ বন্ধ হয়নি। নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ওসি পরিবর্তন হয়েছে, ঘুষ পরিবর্তন হয়নি। ডিসি পরিবর্তন হয়েছে, ঘুষ পরিবর্তন হয়নি। ব্যক্তি পরিবর্তন হয়, ঘুষ পরিবর্তন হয় না। তাই আমরা নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ডাকাতের মাধ্যমে ডাকাতি পরিবর্তন হয় না। বারবার রক্ত দেবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে পৌরসভা বাসস্ট্যান্ডে এক গণসমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে সংগঠনের ভাঙ্গা উপজেলাসহ পার্শ¦বর্তী সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আবদুল হান্নান মাতুব্বরের সভাপতিত্বে ভাঙ্গা পৌরসভার বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা অধ্যাপক মুফতি আনোয়ার হোসেন, ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল প্রমুখ।