চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া ভারতীয় ও বাংলাদেশি কারও প্রবেশের ওপর নিষেধাজ্ঞাসহ চারটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। গতকাল সকালে সোনামসজিদ
বিওপির সম্মেলন কক্ষে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। উপস্থিত ছিলেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এবং স্টাফ অফিসার। অন্যদিকে ছিলেন ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং এবং স্টাফ অফিসার। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সীমান্ত সম্পর্কিত চারটি বিষয় নিয়ে আলোচনা করেন। সেগুলো হলো সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না, সীমান্তসংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে, উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না এবং স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। এদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠকের পর কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ হলেও এখন পর্যন্ত সেখান থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়নি। মঙ্গলবার ভোরে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উচনা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে বিজিবি সদস্যরা বাধা দিলে বিএসএফ কাজ বন্ধ রেখে পিছু হটে।
বিকাল সাড়ে ৪টার দিকে দুই দেশের পতাকা বৈঠকে কাঁটাতারের বেড়া তুলে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। কিন্তু গতকাল পর্যন্ত নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়নি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।