জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চিঠি প্রত্যাহার এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে গেটে তালা ঝুলিয়ে অবস্থান ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
গতকাল সকালে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সকাল ৯টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা দুপুর ১টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ফটকের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এ সময় বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রারকে ভিতরে প্রবেশ করতে দিলেও অন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভিতরে প্রবেশ করতে দেয়নি। ফলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক করেন। বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।