যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পাঁচ দিন এবং একই থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়াও এ দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের পাঁচ দিন করে ১০ দিন ও এক মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
দুই মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে একই থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন বিচারক।
কামরুল-দীপু মনি-পলকসহ ১৩ জন নতুন মামলায় গ্রেপ্তার : এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-কেন্দ্রিক বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৩ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সকালে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর প্রত্যেক আসামির বিরুদ্ধে পৃথক থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি : এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সকালে যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালতে হাজির করা হয়। শুনানির একপর্যায়ে দেখা যায়, দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। তিনি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন। প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর ‘চিঠি’ লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির (আইনজীবীর পোশাক পরা) হাতে দীপু মনি চিঠিটি তুলে দেন।
এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তাঁর বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে-ইঙ্গিতে দীপু মনিকে জানান।