বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী সন্দেহে গ্রেপ্তার ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলন করে মুম্বাই পুলিশ জানিয়েছে, এই ঘটনায় যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাস। তিনি মূলত ডাকাতির উদ্দেশ্যে অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছিলেন। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তির সমস্ত জিনিসপত্র জব্দ করা হয়েছে।
জানা গেছে, সাইফ আলী খানের ওপর হামলাকারী ব্যক্তি ভারতে প্রবেশের পরই আসল নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিল। এমনকি জানা গেছে, সাইফের ওপর হামলা চালানোর পর পুলিশের চোখকে ধুলো দিতে বারবার ঠিকানা বদল করেছিল হামলাকারী। মুম্বাই পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (জোন ৯) দীক্ষিত গেদাম জানান, অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ ডাকাতির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ৩০ বছর বয়সি শরিফুল ইসলাম ভারতে প্রবেশের পরই তার আসল নাম পরিবর্তন করেন। বর্তমানে তিনি বিজয় দাস হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছিলেন। ৫ থেকে ৬ মাস আগে তিনি মুম্বাইতে এসেছিলেন। কয়েকদিন ধরে তিনি এই শহরের আশপাশের এলাকায় বসবাস করছিলেন। তিনি একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন।