আগের সপ্তাহের পুরো পাঁচ কার্য দিবসে দরপতনের পর চলতি সপ্তাহের প্রথম দিনে কিছুটা উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। ফলে এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে দাম কমেছে ১৬০টির এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৫ পয়েন্টে উঠে এসেছে। মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। লেনদেন হয়েছে ৩৬৮ কোটি টাকা। আগের কার্য দিবসে লেনদেন হয় ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে আগের কার্য দিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৪ কোটি ৩২ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল এডিএন টেলিকমের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম। অপরদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দাম বেড়েছে।
বিপরীতে দাম কমেছে ৮১টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ২৬ লাখ টাকা। আগের কার্য দিবসে লেনদেন হয় ৩ কোটি ৯১ লাখ টাকা।