ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-জনতার ওপর হামলা ও সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার দাবি করে তার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ব্যানারে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত জুলাই অভ্যুত্থানের চিত্রকর্ম বা গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে দেশের যে কোনো নাগরিকের বিক্ষোভ প্রদর্শনের অধিকার ন্যায়সংগত গণতান্ত্রিক অধিকার এবং তা বৈষম্যবিরোধী গণ অভ্যুত্থানের চেতনা সংরক্ষণের সঙ্গে সংগতিপূর্ণ। সেই বিক্ষোভের ওপর হামলা নিঃসন্দেহে নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক এবং তা বিক্ষোভকারীদের গণতান্ত্রিক অধিকারের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ যা দেশের ভাবমূর্তিকে নিঃসন্দেহে ক্ষুণœ করবে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ড. ইউনূস বলেছিলেন আমরা সবাই একটি পরিবার। আজকে কোথায় গেল সে কথা। যখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা হয়, তখন কোথায় যায় সরকারের সে কথা। আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া রুবাইয়া চঞ্চলা চাকমা হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর যে হামলা হয়েছে সেটি অমানবিক। মিথ্যা মামলাতে সংখ্যালঘুদের দমিয়ে রাখা যাবে না।
এ সময় মানববন্ধনে গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।