ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবে না বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি আশা করেন, সীমান্ত নিয়ে পুরনো সব চুক্তি মেনে চলবে ঢাকা। যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত এরিক গ্রাসেত্তীর বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবি এড়িয়ে যান জয়সোয়াল। সম্প্রতি রাষ্ট্রদূত ভারতীয় গণমাধ্যমকে বলেছিলেন- দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
দুই দেশ সহমত হয়েছিল অবিলম্বে বাংলাদেশে নির্বাচন করানো নিয়ে সহযোগিতা করতে পারে। গতকাল এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেন, বাংলাদেশ নিয়ে সম্পর্কের বিষয়ে আমাদের অবস্থান বারবার বলা হয়েছে। পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তখন তিনি বাংলাদেশ পররাষ্ট্র সচিবকে বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক দিকেই সম্পর্ক রাখতে চায়। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশ সরকার ও জনগণের জন্য কাজ করতে চায়। আমরা চাই এ সম্পর্ক ভারত ও বাংলাদেশের জনতার কল্যাণে করা হোক।
সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত বিষয়ে বলেছিলেন, পুরনো সব সীমান্ত চুক্তি পর্যালোচনা করতে চান। মুখপাত্র বলেন, আমরা চাই আগের সব সীমান্ত চুক্তি ও প্রটোকল অনুযায়ী বাংলাদেশ সরকার সহযোগিতা করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ মিশনের বর্তমান অস্থায়ী হাইকমিশনারকে সমন পাঠানো হয়। তখন তাকে জানিয়ে দেওয়া হয় সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে। ভারত অপরাধমুক্ত সীমান্ত রাখতে বদ্ধপরিকর। বিশেষ করে সীমান্তে অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, মানব পাচার, কাঁটাতারের বেড়া, সীমান্তে আলো এবং অন্যান্য যান্ত্রিক ব্যবস্থা মোতায়েন করা, সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এগুলো জরুরি। আমরা মনে করি, এ ব্যাপারে বাংলাদেশ সরকার সহযোগিতা করবে।