বরিশালে কৌশলে অপহরণ করে বিদেশে পাচার করার আগেই এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া অপহরণ ও পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারী। গতকাল দুপুরে নগরীর উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটক দুই পাচারকারী নারী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট এলাকা ও শরীয়তপুর সদর উপজেলার বাসিন্দা। অন্যজন লক্ষ্মীপুরের বাসিন্দা। তার নাম আল-আমিন (২৮)।
উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা জানান, গত ১ জানুয়ারি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউপির পূর্ব হবিনগর গ্রামের বাসিন্দা কিশোরী নানার বাড়ির উদ্দেশে রওনা দেয়। ওই কিশোরী শায়েস্তাবাদ ইউপির চর হবিনগর খেয়াঘাট এলাকায় পৌঁছুলে তাকে কৌশলে অপহরণ করে দুই নারী। পরে তাকে নগরীর ভাটিখানা এলাকার একটি বাসায় এনে আটকে রাখে। অপহরণকারীরা জানিয়েছে, ওই কিশোরীকে তারা দুবাই পাঠানোর পরিকল্পনা করে। এ জন্য গত ২ জানুয়ারি কিশোরীকে ঢাকায় নিয়ে নকল ভোটার আইডি কার্ড তৈরি করে। পরে তাকে ফের বরিশালে নিয়ে এসে ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খালেক মিয়ার বাসার দ্বিতীয় তলার ভাড়া বাসায় আটকে রাখে। উপ-পুলিশ কমিশনার বলেন, কিশোরীকে না পেয়ে তার মা গত ৯ জানুয়ারি মহানগর পুলিশের কাউনিয়া থানায় জিডি করেন। জিডি সূত্রে তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দিনগত রাত আড়াইটার দিকে কাউনিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে। এ সময় তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে নেওয়া হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কারাগারে পাঠানোর আদেশ দেন।