ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার দিবাগত রাতে শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে ফাজিল মাদরাসার এক প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এটি ঘটেছে উপজেলার চাপরবাড়ী গ্রামের প্রভাষক মোজাহিদুর রহমান সুহেলের বাড়িতে। এ ঘটনায় পৌর এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে বাড়ির মালিককে বেঁধে, অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে এবং সায়েরা নামে এক শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পরদিন সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি।