সৌদি আরবে ব্যবসায় বিনিয়োগ করা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সোহেল আহসান নামে নোয়াখালীর এক প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে। মক্কা শহরে আবাসিক ও রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করা প্রায় ১১ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। নোয়াখালী শহরের একটি রেস্টুরেন্টে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কয়েকজন সৌদি প্রবাসী ও ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল আহসানের বক্তব্য নেওয়ার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিনিয়োগকারী আজিজুর রহমানের স্ত্রী ফারজাহানা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, ২০২২ সালের শেষ দিকে মক্কা শহরে সোহেল আহসানের সঙ্গে আবাসিক হোটেল ‘স্টার সিটি’ এবং ‘সরাব মোহাম্মদ আবদুল্যাহ’ ও ‘ইয়াম’ নামে দুটি রেস্টুরেন্টের ব্যবসায় বিনিয়োগ করেন হারুন অর রশিদ এবং আজিজুর রহমান। তাদের সঙ্গে আরও প্রায় ১০ জন বিনিয়োগকারী রয়েছেন। প্রথম ছয় মাস ব্যবসার লভ্যাংশ দিলেও হঠাৎ সোহেল আহসান দুই পার্টনারকে প্রতিষ্ঠানে ঢুকতে দেননি। একপর্যায়ে সৌদিতে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। এখনো কোনো প্রতিকার পাননি। উল্টো সোহেল আহসান বিনিয়োগকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন, সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। ভুক্তভোগী প্রবাসী হারুন অভিযোগ করেন, সোহেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় অনেক প্রভাব খাটিয়েছেন। নারী পাচার ও হুন্ডি ব্যবসায় জড়িত তিনি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও টাকা উদ্ধারে সংশ্লিষ্টদের সহযোগিতা চান তারা।