চাকরিতে পুনর্বহালের দাবিতে গায়ে কাফনের কাপড় জড়িয়ে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা। গতকাল সচিবালয়ের ১ নম্বর গেটের বিপরীতে উসমানী উদ্যানসংলগ্ন রাস্তায় অনশন কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের। সকালে সরেজমিন দেখা যায়, চট বিছিয়ে বসে আছেন অব্যাহতিপ্রাপ্ত এসআইরা। কেউ কেউ প্ল্যাকার্ড বিছিয়ে বসে আছেন।
গত সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে আমরণ অনশনের ঘোষণা দিয়ে অনশন শুরু করেন অব্যাহতিপ্রাপ্তরা। কর্মসূচি ঘোষণার পর ওইদিন রাতেই স্বরাষ্ট্র সচিবের সঙ্গে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকরিতে পুনর্বহালের আশ্বাস মেলেনি। এ অবস্থায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করে দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু ১২ জানুয়ারি পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ তারা দেখতে পাননি। সোমবার ফের অবস্থান কর্মসূচি পালন করে কোনো সাড়া না পেয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।
উল্লেখ্য, রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের দায়ে কয়েক ধাপে মোট ৩২১ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়।