রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি ট্রাক পুড়ে গেছে। এ ছাড়াও ছোট ১২টি ওয়ার্কশপ আংশিক ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, গতকাল সকাল ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুন লাগে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ঘটনাস্থলে ইলেকট্রিক তার পুড়ে গলে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি।