চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালুখেকোদের হামলায় আহত দুলায়েত হোসেন দুলাল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি ওই উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। এর আগে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় রুপাইছড়ি এলাকায় বালুখেকোদের হামলায় আহত হন তিনি। ফটিকছড়ির ভুজপুর থানার ওসি মো. মাহবুবুল হক ঘটনা নিশ্চিত করে বলেন, ‘বালু উত্তোলন কেন্দ্র করে ওই বৃদ্ধের মাথায় আঘাত করলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নিহতের নাতি মুহাম্মদ আনোয়ার জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কিছু বালুদস্যু রুপাইছড়ির পাড় সংলগ্ন এলাকায় তাদের নিজস্ব ভূমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলছিল। বালু তুলতে নিষেধ করলে তারা তার দাদা দুলালকে মারধর করে। একপর্যায়ে ড্রেজার মেশিনের একটি লোহার যন্ত্রের হাতল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকরা চমেক হাসপাতালে পাঠান। সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তার দাদা মারা যান।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, এসব বালুখেকোদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।