লস এঞ্জেলেসে নিয়ন্ত্রণহীনভাবে বিস্তৃতি ঘটছে ভয়াবহ দাবানল। স্থানীয় সময় বুধবার রাতে এই দাবানলের বিস্তৃতি ঘটে বিশ্বখ্যাত পর্যটন এলাকা হলিউড হিলস এবং স্টুডিও সিটিতেও। এতে করে খ্যাতিমান চলচ্চিত্র তারকা ম্যান্ডি মোর, ক্যারি উল্যুজ, প্যারিস হিল্টনের বিলাসবহুল বাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকা থেকে প্যাসাডিনা পর্যন্ত এলাকায় আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে স্কুল-ব্যবসা-বাড়িঘর এবং সবুজে ঘেরা গোটা জনপদ।
দমকল বাহিনী, সিটি ও স্টেট প্রশাসনের পাশাপাশি ফেডারেল প্রশাসনের সর্বস্তরে গভীর উদ্বেগ বিরাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায়। ৩ হাজারের অধিক দমকলকর্মী মঙ্গলবার বিকাল থেকে বিরামহীনভাবে কাজ করছেন। ৪২ বর্গমাইলে বিস্তৃত এই আগুন ঝড়ের গতিতে লোকালয়ে ছড়িয়ে পড়ছে বলে এলাকার মানুষ জানিয়েছেন। এরই মধ্যে পাঁচজনের দগ্ধ লাশ উদ্ধারের সংবাদ দিয়েছে সিটি কর্তৃপক্ষ। ১ লাখ ৩৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছে পানি সরবরাহে সংকট পরিলক্ষিত হওয়ায়। এ অবস্থায় প্রেসিডেন্ট জো বাইডেন লসএঞ্জেলেস সফর করেছেন বুধবার। এরপরই তিনি ওই এলাকায় ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করেছেন। স্থানীয় প্রশাসন জারি করেছে কারফিউ। এদিকে দাবানল ছড়িয়ে পড়তে থাকায় প্রবাসী বাংলাদেশিরা দারুণ উদ্বেগ ও সন্ত্রস্ত অবস্থার মধ্যে রয়েছেন বলে জানা গেছে।