সুনামগঞ্জে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। গতকাল সন্ধ্যা ৬টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার গামারিতলা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, গামারিতলা খাসপাড়ায় সুপারি নিয়ে ভারতের সীমান্তে প্রবেশ করেন। এ সময় ভারতের কড়াইগড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য বাংলাদেশি সাইদুল ইসলামকে (২৩) লক্ষ করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় সীমান্ত অতিক্রম করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, এলাকায় টহল তৎপরতা জোরদারসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ বিএসএফকে ব্যাটালিয়ন পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।