২০২৪ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২১ হাজার ৮৮০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদনটি প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। ২০১৪ সালে ৬ হাজার ৯২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় গত বছর ৭ হাজার ২৯৪ জন প্রাণ হারিয়েছেন এবং ১২ হাজার ১৯ জন আহত হয়েছেন। নারীদের মধ্যে এ মৃত্যুর হার ১২ দশমিক ২৪ শতাংশ অর্থাৎ ৮৯৩ জন এবং শিশুদের ক্ষেত্রে ১৫ দশমিক ৭৯ শতাংশ অর্থাৎ ১ হাজার ১৫২ জন।
বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত এবং তাদের নিজস্ব গবেষণার ভিত্তিতে সংগঠনটি এই তথ্য প্রকাশ করেছে। আন্তর্জাতিক রোড অ্যাসেসমেন্ট প্রোগ্রাম পদ্ধতি অনুসরণ করে হিসাবের সঙ্গে অতিরিক্ত ৩০ শতাংশ যোগ করা হয়েছে। এমন সমন্বয়ের পরও সড়ক দুর্ঘটনার আরও অনেক তথ্য এখনো অপ্রকাশিত থেকে যায় বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ফলে আর্থিক ক্ষতি প্রতিবেদনে উল্লিখিত তথ্যের তুলনায় বেশি হতে পারে। পর্যাপ্ত তথ্যের অভাবে সম্পত্তির ক্ষতির পরিমাণ এই হিসাবের অন্তর্ভুক্ত করা হয়নি। মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি। এ ক্ষেত্রে ২ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৩৫.৭৬ শতাংশ। এ ছাড়া ২১.০৪ শতাংশ পথচারীরা এবং ১৩.৪৯ শতাংশ চালক ও তাদের সহকারীরা দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ছাড়াও, তিন চাকার যানবাহন দুর্ঘটনায় ১ হাজার ৩৯২ জনের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ১৯.০৮ শতাংশ।
এই সময়ে ১১৮টি নৌ-দুর্ঘটনায় ১৫২ জন নিহত, ১৬১ জন আহত এবং ৩৯ জন নিখোঁজ রয়েছেন। ৩৪৭টি রেলপথ দুর্ঘটনায় ৩২৪ জন নিহত এবং ২৭৭ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ২ হাজার ৩৫৭টি জাতীয় মহাসড়কে, ২ হাজার ৭৩৬টি আঞ্চলিক সড়কে, ৯৭২টি গ্রামীণ সড়কে, ৭৮৪টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৭৮টি সংঘটিত হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাস ১ হাজার ৪৫৩, পণ্যবাহী যানবাহন (ট্রাক-কাভার্ড ভ্যান-পিকআপ-ট্রলি-লরি-ট্রাক্টর-ড্রাম ট্রাক-আর্মি ট্রাক-তেলবাহী ট্যাংকার-কার্গো ট্রাক-সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক) ৩ হাজার ১৪৫ মাইক্রোবাস-প্রাইভেট কার-অ্যাম্বুলেন্স-জিপ ৬৪২, মোটরসাইকেল ২ হাজার ৯৭৮, থ্রি-হুইলার ২ হাজার ১৮৫, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৭৮২, বাইসাইকেল-রিকশা ২৯৪ এবং অজ্ঞাত গাড়ি ৩১৭টি। এ ছাড়া ঢাকা বিভাগে দুর্ঘটনা ও প্রাণহানি সবচেয়ে বেশি ঘটেছে। ১ হাজার ৫৮২টি দুর্ঘটনায় ১ হাজার ৮৪০ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ৪৩৫টি দুর্ঘটনায় ৪৪৩ জন নিহত হয়েছেন।