সারা দেশ আবারও কুয়াশায় ঢাকা পড়েছে। সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, শৈত্যপ্রবাহ আসছে।
সূত্র জানায়, গতকাল রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আজও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে শীতের অনুভূতি আরও বৃদ্ধি পাবে। এ মাসে দেশজুড়ে কয়েকটি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শৈত্যপ্রবাহের সময় কিছু কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। শৈত্যপ্রবাহের সঙ্গে শীতল বাতাস পরিস্থিতি আরও খারাপ করবে। প্রাপ্ত খবর অনুযায়ী, গতকাল সারা দেশে ঘন কুয়াশায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়েছে। দিনমজুর, রিকশাচালকসহ নিম্নআয়ের মানুষ এই শীতে বেশি কষ্ট পেয়েছেন। কুয়াশার কারণে সড়ক, বিমান এবং নৌপথে চলাচল বিঘিœত হয়েছে। ঘন কুয়াশায় বাড়বে শীত : ঘন কুয়াশার কারণে বাড়বে শীত। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।