ঘন কুয়াশার কারণে গতকাল ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মালয়েশিয়া থেকে ঢাকাগামী ‘ম্যালিন্দো এয়ার’র বিমান ওডি ১৬২। বিমানের যাত্রী ছিলেন প্রায় ২২০ জন বাংলাদেশি নাগরিক। কিন্তু গতকাল বেলার দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেও ‘ম্যালিন্দো এয়ার’ কর্তৃপক্ষ তাদের ঢাকায় ফিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করেনি। এমনকি যাত্রীদের পর্যাপ্ত থাকার ব্যবস্থা ও খাওয়ার ব্যবস্থাও এয়ারলাইনস কর্তৃপক্ষের তরফে করা হয়নি বলে অভিযোগ। ফলে দীর্ঘ প্রায় ১৬ ঘণ্টার বেশি সময় ধরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ট্রানজিট পয়েন্টে আটকা পড়েছেন বাংলাদেশি যাত্রীরা।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়ালালামপুর বিমান বন্দর থেকে ৫ জানুয়ারি স্থানীয় সময় রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেটি প্রায় ১ ঘণ্টা দেরিতে ছাড়ে। বিমানটির গতকাল রাত ৩টায় ঢাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে ঢাকার বদলে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকে আছেন।