ব্রিটেনের সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। বাংলাদেশের পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িত একটি কেলেঙ্কারিতে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে বলে ব্রিটিশ দৈনিক ফিন্যানসিয়াল টাইমস প্রতিবেদন করেছে। দুর্নীতিবিরোধী প্রচেষ্টার দায়িত্বে থাকা সিদ্দিকের নামে তাঁর ফুপু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত একাধিক সম্পত্তির খবর বেরিয়ে এসেছে। ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ সিদ্দিকের সম্পদের উৎস ব্যাখ্যা এবং তার ফুপুর সঙ্গে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের যোগসূত্র স্পষ্ট করার দাবি জানিয়েছেন। তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ‘এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তাকে দুর্র্নীতিবিরোধীমন্ত্রীর পদ থেকে অপসারণ করার আহ্বান জানিয়েছেন।