বাংলাদেশি এক নাবালিকাকে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর প্রলোভন দেখিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তা করা এবং পাচার চেষ্টার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। গতকাল তাদের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন স্থানীয় এক আদালত।
জানা গেছে, ২০২১ সালের অক্টোবরে এক বাংলাদেশি নাবালিকাকে ভারতের পশ্চিমবঙ্গের দত্তপুলিয়া সীমান্ত থেকে অনুপ্রবেশ করার অভিযোগে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে তাকে ভারতে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। কিন্তু মূল উদ্দেশ্য ছিল ভারতের মাটিতে প্রবেশ করার পরই তাকে পাচার করে দেওয়া। তাকে ভারতে নিয়ে আসার পেছনে ছিল এক ভারতীয় নারী ও দুই পুরুষ। পরে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত দুই পুরুষ ব্যক্তিকে গ্রেপ্তার করলেও দীর্ঘদিন পলাতক ছিল অভিযুক্ত নারী। এরপর মুম্বাই থেকে ওই নারীকে গ্রেপ্তার করে সিআইডি। ওই ঘটনায় দীর্ঘ কয়েক মাস ধরে নদীয়া জেলার রানাঘাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা চলে এবং আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।