বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে নিজ দেশে ফিরছেন আজ। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় উভয় দেশের এসব জেলে বিনিময় করা হবে। পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখবে দুই দেশের উপকূলরক্ষী বাহিনী।
জানা যায়, গতকাল সকালে ১২ জন বাংলাদেশি জেলেকে হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে। পারাদ্বীপ থেকে নিয়ে যাওয়া হয়েছে আরও ৭৮ জনকে। আজ বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তাদের তুলে দেওয়া হবে। এদিকে বাংলাদেশের পটুয়াখালী ও বাগেরহাটে আটক ৯৫ ভারতীয় জেলেকে দেশটির উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক ছয়টি ট্রলারও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এ সিদ্ধান্তের পরপরই ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বাংলাদেশি এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। এ সময় দুটি ফিশিং ট্রলারসহ ৭৮ জন জেলেকে আটক করে ওড়িশার পারাদ্বীপে রাখে ভারতের উপকূলরক্ষী বাহিনী। এর আগে গত সেপ্টেম্বরে ১২ জন জেলেকে আটক করে কলকাতার নিকটবর্তী কাকদ্বীপে আটকে রাখা হয়। অন্যদিকে সেপ্টেম্বর ও অক্টোবরে ছয়টি ট্রলার নিয়ে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে ৯৫ ভারতীয় জেলে। পরে তাদের আটক করে পটুয়াখালী ও বাগেরহাটে রাখা হয়।