সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল এক শিশু। আর আহত হয়েছিল পরিবারের ছয় সদস্য। ১০ দিনের ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুর্ঘটনায় আহত আরও দুজন। তারা ওই শিশুর ফুপু ও দাদি। সর্বশেষ গত শুক্রবার সন্ধ্যায় শিশুটির ফুপু মারা যান।
স্থানীয় সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর সিলেট-জকিগঞ্জ সড়কের জুলাই সেতুতে ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান জকিগঞ্জ উপজেলার মাতারগ্রামের আবুল কালামের চার বছরের শিশুকন্যা ইভা আক্তার। আহত হন আবুল কালামসহ পরিবারের ছয় সদস্য। আবুল কালাম নিজেই অটোরিকশাটি চালিয়ে সিলেট আসছিলেন। দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। দুই দিন পর ২৭ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে মারা যান শিশু ইভার দাদি খাজুর বিবি (৮০)। আর গত শুক্রবার সন্ধ্যায় ওসমানী হাসপাতালে মারা যান ইভার ফুপু সফাতুন নেছা (৪৫)।