নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমতে শুরু করেছে। ১ জানুয়ারি মেলা শুরু হলেও গত দুই দিন ক্রেতা-দর্শনার্থী ছিল খুবই কম। গতকাল ছুটির দিন হওয়ায় শীত উপেক্ষা করে মেলায় দর্শনার্থী ছিল প্রচুর। তবে বেচাকেনা তেমন শুরু হয়নি বলে জানিয়েছেন মেলার ব্যবসায়ীরা।
গতকাল ছিল বাণিজ্য মেলা শুরুর প্রথম ছুটির দিন। তীব্র শীতের কারণে সকালে দর্শনার্থী কম থাকলেও বেলা ১টার পর নামে মানুষের ঢল। টিকিট কাউন্টারগুলোয় ছিল লম্বা লাইন। গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো ছিল পরিপূর্ণ। ব্যবসায়ীরা বলছেন, এমনিতে মেলার শুরুতে বেচাকেনা কম থাকে। তবে শীতের কারণেও লোকজন কম আসছে। গৃহস্থালি পণ্য দিল্লি অ্যালুমিনিয়ামের ক্যাশ ইনচার্জ হাশেম আলী বলেন, ‘গত দুই দিন বেচাকেনা তেমন ছিল না, আজ (শুক্রবার) বেচাকেনা শুরু হয়েছে।’ স্যুট-সাফারি বেচাকেনা প্রতিষ্ঠান আশিক ফ্যাশনের বিক্রয় প্রতিনিধি মো. মফিজ বলেন, ‘আমাদের বেচাকেনা শুরু হয়েছে, শীত থাকায় বেচাকেনা ভালো চলছে।’ কম্বল, বেডশিটসহ বিভিন্ন পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্লাসিক হোমটেক্সের বিক্রয় প্রতিনিধি দিলিপ কুমার বিশ্বাস ও কাশ্মিরি শালঘরের বিক্রয় প্রতিনিধি মো. মজিদ বলেন, ‘মেলায় গত দুই দিনের তুলনায় আজ (গতকাল) দর্শনার্থীর সমাগম বেশি হলেও বেচাকেনা তেমন হয়নি।’ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান মিনিস্টারের শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আশিকুজ্জামান স্বপন বলেন, ‘প্রথম দিকে মেলায় বেচাকেনা এমনিতেই কম থাকে, মেলা শুরুর মধ্যভাগে বেচাকেনা শুরু হয়। আশা করি সামনের দিনগুলোয় বেচাকেনা ভালো হবে।’ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-সূত্রে জানা গেছে, এবার বিশ্বের সাত দেশের ১১ প্রতিষ্ঠানসহ মেলায় থাকছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই-আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকেটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীর যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।