টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শুরু হয়। শুরুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।
বাংলাদেশ তাবলিগ জামাতের শুরায়ি নেজাম অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশি উর্দু ভাষায় বয়ান শুরু করেন। পরে বাংলা ভাষায় তরজমা করেন মাওলানা জাকারিয়া।
সকাল পৌণে ১০ টার দিকে তালিমের মোজাকারা করেন ভারতের মাওলানা জামাল। এরপর খিত্তায় খিত্তায় তালিম হবে। এসময় বয়ানের মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সাথে কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। একই সময় মাদ্রাসার ত্বলাবাদের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের মাওলানা ফরিদ।
বাদ যোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা এবং বাদ আছর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ আছর বয়ান শেষে যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিয়েছেন শুরায়ী নেজাম অনুসারী মুসল্লিরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন