রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলার তহবিল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় দেশগুলো। শুক্রবার রাতে ‘ইউক্রেন ডিফেন্স কনটাক্ট গ্রুপ’র সম্মেলনে ঘোষণা করা হয়েছে- রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে ২১০০ কোটি ইউরোর (প্রায় ২৪০০ কোটি ডলার) অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়া হবে। ইউক্রেন মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছে, কিন্তু রাশিয়া কার্যকরভাবে সুদূরপ্রসারী শর্ত আরোপ করে তা আটকে দিয়েছে। ইউরোপীয় সরকারগুলো যুদ্ধ বন্ধে পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘রাশিয়াকে যুদ্ধ শেষ করার পথে এগিয়ে যেতে হবে। এ যুদ্ধ ভয়ংকর এবং অর্থহীন।’ ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে দেখা করেছেন। রুশ মিডিয়ায় প্রকাশিত ফুটেজে সেই ছবি দেখা গেছে। -বিবিসি ও এপি নিউজ
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ‘উইটকফ রাশিয়া সফরের সময় পুতিন এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করছিলেন। এটি যুদ্ধবিরতি এবং চূড়ান্ত শান্তি চুক্তির দিকে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আরেকটি পদক্ষেপ।’ -বিবিসি ও এপি নিউজ