মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সমকামী সম্পর্কে লিপ্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত দুই যুবককে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা কার্যকর হয়েছে। গতকাল আচেহ প্রদেশের স্থানীয় প্রশাসন এ সাজা কার্যকর করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে এ ঘটনার পর মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার সরকারের প্রতি প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা বাতিলের আহ্বান জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম-সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্যরা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।