গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ইসরায়েলি বন্দিদের লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গতকাল তারা দুই শিশু ও মা-সহ চারজনের লাশ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। মা শিরি বিবাস ও দুই শিশু ৯ বছর বয়সি কেফির বিবাস এবং তার চার বছর বয়সি ভাই অ্যারিয়েল বিবাসকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় ধরে এনে জিম্মি করেছিল হামাস।
আর চতুর্থজন হলেন ৮৪ বছর বয়সি ওদেদ লিফশিৎজ। তিনি প্রবীণ এক শান্তিকর্মী। হামাস জানিয়েছে, বিবাস পরিবারের ওই তিন সদস্য এক বছর আগে ইসরায়েলের বিমান হামলায় মারা গেছে। -বিবিসি