ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা গাজা উপত্যকার উত্তরাংশে পাঁচটি ইসরায়েলি যুদ্ধ ট্যাংকে হামলা করেছে। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে আল কাসাম ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল সাফতাভি এলাকায় বিস্ফোরক ডিভাইস দিয়ে মেরকাভা ট্যাংক লক্ষ্যবস্তু করেছেন।
দ্বিতীয় বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা পূর্ব জাবালিয়া শহরে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে আরও চারটি ট্যাংক লক্ষ্যবস্তু করেছেন। আল কাসাম ব্রিগেড আরেকটি বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা কেন্দ্রীয় গাজা উপত্যকার আল বুরিজ শরণার্থী শিবিরের পূর্বে এসএএম রকেট দিয়ে একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্যবস্তু করেছেন।
হামাসের বিবৃতি নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক দিনগুলোয় ইসরায়েলি মিডিয়া রিপোর্টসমূহে গাজা উপত্যকায় প্রতিরোধযোদ্ধাদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ফিলিস্তিনি ভূখন্ডে রক্তক্ষয়ী যুদ্ধের ১৫ মাসের মধ্যেও বেশ ভালোভাবেই টিকে আছে হামাস। তাদের ‘উল্লেখযোগ্য প্রত্যাবর্তন’ নির্দেশ করে। জেরুজালেম পোস্টসহ ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো ধারণা করছে, গাজাজুড়ে ২০ থেকে ২৩ হাজার হামাস যোদ্ধা এখনো সক্রিয়; স্থানীয় এই যোদ্ধাদের সঙ্গে হামাস ও ইসলামিক জিহাদও রয়েছে। অনলাইন