ইন্দোনেশিয়ার মুসলমানরা সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবেন। দেশটির ধর্মমন্ত্রী নাসারউদ্দিন উমর শনিবার রাতে এ ঘোষণা দিয়েছেন।
মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেন যে ১৪৪৬ হিজরির পহেলা শওয়াল ২০২৫ সালের ৩১ মার্চ পড়বে।
দেশটির ধর্মমন্ত্রী বলেন, আজ রাতেও ইন্দোনেশিয়া জুড়ে তারাবিহ নামাজ পড়া হবে। আমরা আশা করি ইন্দোনেশিয়ার মুসলিমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারবেন।
এই ঘোষণাটি ইসবাত সম্মেলনের সমাপ্তির পর শাওয়ালের তারিখ নির্ধারণের জন্য সভা অনুষ্ঠিত হয়। যেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিল, জ্যোতির্বিজ্ঞানী এবং ইন্দোনেশিয়া সরকারের প্রতিনিধি পরিষদের সদস্যরা, পাশাপাশি ইন্দোনেশিয়ার দূতাবাসের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
ইন্দোনেশিয়ার মুসলমানরা ১ মার্চ থেকে পবিত্র রোজা শুরু করেছিলেন। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।
সূত্র: বেরনামাডটকম
বিডি প্রতিদিন/নাজমুল