রমজান মাসের সমাপ্তি উপলক্ষে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য বিশ্বব্যাপী ইসলামী দেশগুলি প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি দেশের চাঁদ দেখার উপর ভিত্তি করে উপযুক্ত কর্তৃপক্ষ রমজানের প্রথম দিন নির্ধারণ করে।
শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রমজানের সমাপ্তি এবং ঈদুল ফিতর উদযাপিত হবে।
এবার পবিত্র ঈদুল ফিতরের কবে তা জানাল মালয়েশিয়া। দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে ৩১ মার্চ সোমবারকে ঈদুল ফিতর হিসেবে ঘোষণা করেছে।
আগামীকাল রবিবার দেশটিতে খালি চোখে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল