ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার না করার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন।
আজ শুক্রবার নববর্ষের ভাষণে খামেনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনও জঘন্য কাজ করলে প্রতিপক্ষরা তাদের মুখে কড়া থাপ্পড় মারবে।
তিনি বলেন, আমেরিকানদের জানা উচিত ইরানের সাথে মোকাবিলা করার সময়, তারা হুমকি ব্যবহার করে কখনই কোথাও পৌঁছাতে পারবে না।
নেতা আরও বলেন, তাদের এবং অন্যদের জানা উচিত ইরানের বিরুদ্ধে যদি তারা কোনও জঘন্য কাজ করে তবে তাদের মুখে কড়া থাপ্পড় মারা হবে।
আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরান শত্রুদের এই ধরনের জঘন্য আচরণ এবং হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তাদের দেশকে রক্ষাকারী ফিলিস্তিনি ও লেবাননের যোদ্ধাদের সমর্থনে তার অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করেছেন।
নেতা প্রতিরোধ ফ্রন্টকে ইরানি প্রক্সিদের একটি নেটওয়ার্ক হিসেবে পশ্চিমা চিত্রিত করার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দেশটির কোনও প্রক্সি শক্তি নেই তবে তারা এই অঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন করে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল