পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের যুক্তরাষ্টে প্রবেশের ওপর বাড়তি বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আগামী সপ্তাহ থেকেই এটি কার্যকর হতে পারে বলে সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরেই ট্রাম্প একটি সরকারি নির্দেশিকায় সই করেছিলেন। সেখানে আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে সে দেশে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের সম্পর্কে তথ্য যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছিল।
পাশাপাশি ওই নির্দেশিকায় কোন দেশ তার নাগরিকদের পাসপোর্ট দেওয়ার আগে নিরাপত্তা সংক্রান্ত কী কী পদক্ষেপ করে, তা-ও খতিয়ে দেখতে বলা হয়েছিল। ট্রাম্পের সেই নির্দেশ মেনে বিভিন্ন দেশের গোয়েন্দা-তথ্য সংগ্রহ ব্যবস্থা এবং নাগরিকদের সম্পর্কে পর্যালোচনার পরেই এই পদক্ষেপ বলে প্রকাশিত খবরে দাবি করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করেছিলেন, যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। ২০১৮ সালে আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের সিদ্ধান্ত বহাল রেখেছিল। তবে ২০২১ সালে আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পরই জো বাইডেন ওই নিষেধাজ্ঞাটি বাতিল করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘আমেরিকার বিবেকের ওপর কলঙ্কচিহ্ন’ বলেছিলেন তিনি। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ