ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
শুক্রবার (৭ মার্চ) স্থানীয় সময় ভোরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় এই হামলা চালায় রাশিয়া।
ঝুঁকিপূর্ণ স্থাপনায় মস্কো ও কিয়েভের পাল্টাপাল্টি হামলা বন্ধে ইউক্রেন এবং এর ইউরোপীয় মিত্রদের প্রস্তাবের কয়েক দিনের মাথায় রাশিয়া এই হামলা চালাল।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০০টি ড্রোন হামলা চালিয়েছে। পূর্বের খারকিভ থেকে পশ্চিমের টারনোপিল পর্যন্ত জ্বালানি অবকাঠামোগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার হামলায় চার শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়ার হামলা প্রতিহত করতে প্রথমবারের মতো ফ্রান্সের মিরাজ ২০০০ যুদ্ধবিমান ব্যবহার করেছে তারা।
মাসখানেক আগে ফ্রান্স থেকে কিয়েভের কাছে এই যুদ্ধবিমান সরবরাহ করা হয়। ইউক্রেনের সঙ্গে তার অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের টানাপড়েন সম্পর্ক চলার মধ্যে রাশিয়া এই ব্যাপক আক্রমণের ঘটনা ঘটাল।
এদিকে, বিমান হামলা বন্ধে রাশিয়াকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির বলা হয়, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রাতের বেলা রাশিয়ার ‘বড় ধরনের’ হামলার পর জেলেনস্কি শুক্রবার বিমান হামলা বন্ধে মস্কোকে আবারও একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন।
সূত্র : সিএনএন।
বিডি-প্রতিদিন/বাজিত