মার্কিন প্রশাসন ইউক্রেনের জন্য অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনা করছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
বুধবার (৫ মার্চ) প্রেস সেক্রেটারি বলেন, ‘জাতীয় নিরাপত্তা পরিষদ আমাকে এই বিষয়ে যা বলেছে, তা হলো যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য তহবিল স্থগিত অথবা তারা পুনর্বিবেচনা করছে।’
এর আগে পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, মার্কিন সশস্ত্র বাহিনী ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে। তার মতে, এই পদক্ষেপ সমস্ত মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষেত্রে প্রযোজ্য যা এখনও ইউক্রেনে পৌঁছায়নি। যার মধ্যে বিমান ও জাহাজে পরিবহন করা অস্ত্র বা পোল্যান্ডের ট্রানজিট জোন থেকে পাঠানোর অপেক্ষায় থাকা অস্ত্র ও অন্তর্ভুক্ত।
সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ নিশ্চিত করেছেন, প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে সমস্ত গোয়েন্দা তথ্য ভাগাভাগি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।
সূত্র : তাস
বিডি-প্রতিদিন/বাজিত