মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা ও মেক্সিকো। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে, যা কানাডা ও মেক্সিকোর আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। একইসঙ্গে চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিংয়ের প্রতিক্রিয়ার মুখে পড়ে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, "প্রেসিডেন্ট ট্রাম্প আবারও প্রমাণ করলেন, তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিকে জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
কানাডা-মেক্সিকোর পাল্টা জবাব
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের শুল্ক নীতিকে "অযৌক্তিক ও ভুল সিদ্ধান্ত" বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, "ট্রাম্প যে অজুহাত দিয়ে এই শুল্ক আরোপ করেছেন, তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও অবৈধ।"
প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে কানাডা ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ট্রুডো বলেন, "আমরা এই লড়াই থেকে পিছু হটব না। আমরা আমেরিকান পণ্য বর্জন করব। কানাডার জনগণ ইতোমধ্যে মার্কিন পণ্য বর্জন শুরু করেছে।"
এছাড়া, ১২৫ বিলিয়ন ডলারের অতিরিক্ত পণ্যের ওপর আরও শুল্ক বসানোর পরিকল্পনা রয়েছে, যা ২১ দিনের মধ্যে কার্যকর হবে।
ট্রাম্পের পাল্টা হুমকি
কানাডার প্রতিশোধমূলক শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, "গভর্নর ট্রুডোকে জানিয়ে দিন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে, তাহলে আমরাও সমপরিমাণ শুল্ক আরোপ করব!"
মেক্সিকোর প্রতিক্রিয়া
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, "এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত, যা কোনো যৌক্তিক কারণ ছাড়াই আমাদের দুই দেশের জনগণকে ক্ষতিগ্রস্ত করবে। সহযোগিতা ও সমন্বয় হ্যাঁ, কিন্তু আধিপত্য ও হস্তক্ষেপ নয়।"
বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সমস্যার সমাধান না হলে, রবিবার এক জনসমাবেশে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবেন শেইনবাম।
চীনের পাল্টা শুল্ক
মঙ্গলবার ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই চীন পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। নতুন শুল্ক অনুযায়ী, মার্কিন গম, সয়াবিন, গরুর মাংস ও মুরগির মাংসের ওপর ১০-১৫ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করা হবে।
চীনের নতুন শুল্ক ১০ মার্চ থেকে কার্যকর হবে।
বাণিজ্য যুদ্ধের শঙ্কা
ট্রাম্পের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার প্রধান বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর দীর্ঘমেয়াদি প্রভাব মার্কিন অর্থনীতির জন্যও নেতিবাচক হতে পারে।
সূত্র: এপি, রয়টার্স
বিডি প্রতিদিন/আশিক