লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার একটি গাড়িতে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। এটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির মধ্যে সর্বশেষ প্রাণঘাতী হামলা।
জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, টায়ার জেলায় একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। এতে একজন নিহত হয়েছে।
তারা একটি জ্বলন্ত, ছিন্নভিন্ন গাড়ির ছবি প্রকাশ করেছে।
২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতাকে মূলত থামিয়ে দিয়েছে। যার মধ্যে দুই মাসের পূর্ণাঙ্গ যুদ্ধও অন্তর্ভুক্ত ছিল। এ সময় ইসরায়েল লেবাননে স্থল সেনা পাঠিয়েছিল।
চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আগের দিন পূর্ব লেবাননে একটি হামলায় তারা একজন হিজবুল্লাহ অস্ত্র পাচারকারীকে হত্যা করেছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল