ভারতের দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে নতুন সরকারের। দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা শনিবার ঘোষণা করেছেন, ১৫ বছরের পুরনো গাড়িকে পেট্রল পাম্পে তেল ভরতে দেওয়া হবে না। আগামী ৩১ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা চালু হতে চলেছে দিল্লিতে।
দিল্লির ভয়াবহ দূষণ নিয়ন্ত্রণে এদিন বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেন মন্ত্রী। সিরসা বলেন, বিজেপি সরকার গাড়ির ধোঁয়া দূষণ ও পরিবেশ দূষণ ঠেকাতে কঠোর ভূমিকা নেবে। এর মধ্যে পুরনো গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, আবশ্যিক ধোঁয়া-নিরোধী ব্যবস্থা গ্রহণ এবং বৈদ্যুতিক গাড়িতে শহরকে মুড়ে ফেলার কার্যক্রম নেওয়া হয়েছে।
সিরসা বলেন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রণালয়কে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে। আমরা পেট্রোল পাম্পগুলিতে এমন যন্ত্র প্রয়োগ করব, যাতে তা দিয়ে ১৫ বছরের পুরনো গাড়িকে চিহ্নিত করা সহজ হবে। সেই গাড়িগুলিকে পাম্পে তেল ভরতে দেওয়া হবে না।
গাড়ির ধোঁয়া দূষণ ছাড়াও দিল্লির সমস্ত বহুতল বাড়ি, হোটেল এবং বাণিজ্যিক কমপ্লেক্সগুলিকে ধোঁয়ারোধী ব্যবস্থা নিতে হবে বলে জানান মন্ত্রী। তিনি জানান, রাজধানী শহরে অনেক বড় হোটেল, অফিসবাড়ি, বিমানবন্দর এবং বিশাল নির্মাণ ক্ষেত্র রয়েছে। আমরা সকলের জন্য দ্রুত ধোঁয়ারোধী ব্যবস্থা অবলম্বনের বাধ্যবাধকতা আনছি। একইভাবে সমস্ত উঁচু উচু বহুতল, কমার্শিয়াল কমপ্লেক্সেও একই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, দিল্লির ৯০ শতাংশ সিএনজি সরকারি বাসকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বদলে বাতিল করে দেওয়া হবে। সে জায়গায় নিয়ে আসা হবে বৈদ্যুতিক গাড়ি।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল