ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর কোনও ইচ্ছা তাদের নেই। শনিবার
এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম আল আরবি টিভিকে বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের শুরু করার জন্য কোনও আলোচনা হয়নি। এ পর্যায়ে যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অবশিষ্ট বন্দীদের মুক্তির নিশ্চয়তা দেওয়ার কথা ছিল।
ইসরায়েলি কর্মকর্তারা বৃহস্পতিবার কায়রোতে কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সাথে নিবিড় আলোচনায় যোগ দিয়েছিলেন। কিন্তু সেই আলোচনা এখনও ফলপ্রসূ হয়নি।
১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজায় ইসরায়েলের ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ আপাতত বন্ধ ছিল।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেছেন, গাজায যুদ্ধবিরতি অবশ্যই বজায় রাখতে হবে।
সূত্র: মিডল ইস্ট আই
বিডি প্রতিদিন/নাজমুল