আফগানিস্তানের তালেবান সরকার শিক্ষার্থীদের জন্য নতুন পোশাক নির্ধারণ করেছে। একটি নোটিশে বলা হয়েছে, ২২ মার্চ থেকে শিক্ষার্থীরা নতুন পোশাক পরবে, কারণ ওইদিন থেকে দেশটিতে সৌর নতুন বছর ১৪০৪ শুরু হবে। খবর খামা প্রেসের।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পরতে হবে নীল রঙের শার্ট ও প্যান্ট, এবং মাথায় রাখতে হবে সাদা টুপি। অন্যদিকে, দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরতে হবে সাদা জামা ও প্যান্ট, এবং মাথায় দিতে হবে সাদা টুপি ও টারবান।
মেয়ে শিক্ষার্থী ও শিক্ষিকাদের পোশাকের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তবে মেয়ে শিক্ষার্থীদের সাধারণত কালো পোশাক পরতে হয়। এছাড়া ছোট শিক্ষার্থীদের জন্য হাফপ্যান্ট উল্লেখ না করেই প্যান্ট পরার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, তালেবান সরকারের এই নির্দেশনার পর, তালেবান বিরোধীরা এটির সমালোচনা করেছেন। তারা বলছেন, সিলেবাস ও পোশাক পরিবর্তন করে তালেবান পুরো শিক্ষা ব্যবস্থাকে 'তালেবানে পরিণত' করেছে এবং আফগান তরুণদের মাঝে তাদের মতাদর্শ ঢোকানোর চেষ্টা করছে।
সূত্র: খামা প্রেস
বিডি প্রতিদিন/আশিক