এক কর্মীর বাহুতে হাত রাখার ঘটনায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। এতে তার বিরুদ্ধে ‘অত্যধিক কর্তৃত্বপূর্ণ আচরণের’ অভিযোগ উঠেছে। এঘটনায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজেই ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে একজন স্টাফের সঙ্গে কথা বলার সময় তার বাহুতে হাত রাখেন বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। এটিকে তিনি নিজেই ‘অবাধ্য আচরণ’ বলে অভিহিত করেছেন।
এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সোমবার তিনি বলেন, ‘এটি তর্কের কোনো বিষয় নয়।’
এর আগে গত অক্টোবরেও সমালোচনার মুখে পড়েছিলেন অ্যান্ড্রু বেইলি। ওই সময় এক কর্মীকে তিনি ‘লুজার’ বলে অভিহিত করেছিলেন। পর অবশ্য এ নিয়ে ক্ষমা চান তিনি।
তবে এবারের ঘটনার পর পদত্যাগই করলেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী।
এবারের ঘটনার ব্যাপারে তিনি বলেন, 'কাজের ব্যাপারে গত সপ্তাহে একজন স্টাফ মেম্বারের সঙ্গে আমার আলাপ হয়। আমি অনেকক্ষণ তার সঙ্গে কথা বলি। ওই সময় হাতটা তার বাহুতে চলে যায়। এটা ঠিক হয়নি।'
বিডি প্রতিদিন/মুসা