জার্মানির ২১তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট। একটানা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পরই বুথফেরত জরিপের ফল পাওয়া যায়।
বুথ ফেরত জরিপে দেখা গেছে, নির্বাচনে ফ্রিডরিখ মের্ৎসের দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন জয়ী হয়েছে। তবে ডানপন্থীদেরও উত্থান ঘটেছে। নির্বাচনে রক্ষণশীল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল ২৯ শতাংশ (সিডিইউ ও সিএসইউ)। দ্বিতীয় অবস্থানে আছে কট্টর ডানপন্থি বিকল্প দল (এএফডি)। তারা পেয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ ভোট।
বুথ ফেরত জরিপে আরও দেখা যাচ্ছে, বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন সামাজিক গণতান্ত্রিক দল (এসপিডি) রয়েছে তৃতীয় অবস্থানে। এই দলটিকে ভোট দিয়েছে ১৬ শতাংশ জার্মান।এ ছাড়া পরিবেশবাদী সবুজ দল ১৩ দশমিক ৫ শতাংশ এবং বাম দল দ্যা লিঙ্কে ৮ দশমিক ৬ শতাংশে এগিয়ে রয়েছে।
সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিখ মের্ৎস হতে পারেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর। তারা হয়তো এসপিডি বা গ্রিনের সঙ্গে জোট করে সরকার গঠন করবে। কিন্তু এএফডি-এর কট্টর অবস্থানের কারণে তাদের এড়িয়ে চলছে সবকটি রাজনৈতিক দল। তাই জোট সরকারে দলটিকে দেখা না যাওয়ার সম্ভাবনা প্রবল।
এবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ভোটার প্রায় ছয় কোটি। এবারের নির্বাচনে ৮৩-৮৪ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে৷ জার্মানির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে এটি রেকর্ড।
গত নভেম্বেরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে৷ জনমত জরিপে এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ। এবারের নির্বাচনে বড় চমক জার্মানির কট্টর রক্ষণশীল ও অভিবাসীবিদ্বেষী হিসেবে পরিচিত অলটারনেটিভ ফর ডয়চেল্যান্ড (জার্মানির জন্য বিকল্প) দলটির জরিপে দ্বিতীয় অবস্থানে উঠে আসা। সূত্র: ডয়েচে ভেলে বাংলা
বিডি প্রতিদিন/নাজিম