ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসরায়েলের বাত ইয়াম শহরে যাত্রীবাহী তিনটি বাসে। জানা গেছে, তেল আবিবের দক্ষিণের শহরটিতে আলাদা পার্কিং এলাকায় খালি বাসে এসব বিস্ফোরণ ঘটে। একযোগে এমন বিস্ফোরণের পর অঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের পর পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে। এদিকে, আরও দুটি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি। সন্দেহভাজনদের খোঁজে গোটা শহরজুড়ে অভিযান চলছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অবিস্ফোরিত একটি ডিভাইসে বিশেষ বার্তা পাওয়া গেছে। লেখা ছিলো ‘তুলকারেম থেকে প্রতিশোধ’।
তুলকারেম অধিকৃত পশ্চিম তীরের একটি শহর। নেতানিয়াহু বাহিনীর ওই অঞ্চলে সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিমতীরের শরণার্থী শিবিরে অভিযান আরও বাড়ানোর ঘোষণা দেয়।
এদিকে, বিস্ফোরণের ঘটনার পরপরই ইসরায়েলজুড়ে বাস, ট্রেন ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তা বাহিনী অন্যান্য যানবাহনগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় তল্লাশি চালাচ্ছে। এছাড়া জনগণকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো বস্তু দেখলে নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
সূত্র : আল-জাজিরা, বিবিসি ও সিএনএন।
বিডি-প্রতিদিন/শআ